রায়পুরা (নরিসংদী) প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ৪ অক্টোবর রবিবার গভীর রাতে রায়পুরা উপজেলার তুলাতুলী গ্রামে এ চুরি সংঘটিত হয়। জানা গেছে, তুলাতুলী গ্রামে সাংবাদিক সালেক আহমেদ পলাশের বাড়িউল্লেখ থাকে যে সালেক আহ্মেদ পলাশ দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার এবং নরসিংদী থেকে প্রকাশিত আজকের চেতনা পত্রিকার সহকারী সম্পাদক।
ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে চোর চক্র এ বাড়ির থাই জানালা কেটে ঘরের ভিতর প্রবেশ করে। এসময় চোরেরা বিভিন্ন রুমে থাকা ৮ টি মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার সময় সাংবাদিকের ঘুমন্ত স্ত্রীর কানের দুল একটানে কান ছিঁড়ে নিয়ে দ্রুত চলে যায়। তার ডাক- চিৎকারে বাড়ির লোকজন ভাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তার কানে ৬টি সেলাই দিয়ে জরুরী চিকিৎসা সেবা প্রদান করেন। এ চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এলাকার সচেতন মহলের প্রশ্ন, সাংবাদিকের বাড়িতে যদি চুরি হয় তাহলে সাধারণ মানুষের কি হবে ? তারা মনে করেন, এখনই যদি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ভবিষ্যতে পরিস্থিতির আরো অবনতি ঘটবে । উল্লেখ থাকে যে সালেক আহমেদ পলাশ দৈনিক মাতৃজগত পত্রিকা স্টাফ রিপোর্টার এবং নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সহকারি সম্পাদক।
Leave a Reply