জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১ টি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এতে লক্ষ্মীপুর রায়পুর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র এবিএম জিলানী।
রায়পুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর রায়পুরে শনিবার সকাল ১১টার দিকে ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র এবিএম জিলানী তার নিজ কার্যালয়ে নির্বাচনী বিষয়ক সমসাময়িক ও অতীতের ভুল-ত্রুটির পৌরবাসীর কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পৌরবাসীর উদ্দেশ্যে এবিএম জিলানী বলেন, ‘আমার পিছনের ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি ২০০৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত পৌরমেয়র ছিলাম। আমি আপনাদের অতিরিক্ত হোল্ডিং ভ্যাট হ্রাস করে দিবো, ডাকাতিয়া নদীকে ইজারা মুক্ত করে নদীকে পর্যটনের অংশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।’
মতবিনিময়কালে তিনি পৌরবাসীকে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আনার ঘোষণা দেন। প্রশাসনের নিরপেক্ষতা কামনা করে সাবেক এই মেয়র বলেন- ‘আপনারা আমাকে সহযোগিতা করুন, ধানের শীষ প্রতীকে যেন সাধারণ ভোটাররা নিঃসন্দেহে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সাংবাদিকদের নিরপেক্ষ লেখনীর মাধ্যমে তুলে ধরে সহযোগিতা করার আহবান করেন।’
অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয় গত পৌরনির্বাচনে আমি আমার বাসায় অবরুদ্ধ ছিলাম, আমাকে আমার নিজস্ব ভোটাধিকার দেয়া হয়নি। আমি আপনাদের ভালবাসা ও দোয়ায় এবারও বিএনপি’র মনোনয়ন পেয়েছি। আমি পৌরবাসীর প্রতি সম্মান দেখিয়ে ও দলের প্রতি সম্মান দেখিয়ে এবারও নির্বাচন করছি। আপনারা আমাকে দোয়া করবেন।
এবিএম জিলানী বলেন-‘আমি মেয়র থাকাকালীন সময়ে রায়পুরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। জলাবদ্ধ পানি ও পয়ঃ নিষ্কাষণের জন্য ড্রেনেজ ব্যবস্থা হয়েছে।পৌরবাসীর সুপেয় পানির জন্য পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে, রাস্তাঘাট, পুল-কালভার্ট তৈরি করা হয়েছে। কোন গরীব অসহায় মানুষকে কষ্ট না দিয়ে হোল্ডিং ভ্যাট বাড়ানো হয়নি। আপনারা যদি আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করেন তাহলে আমি রায়পুর পৌরসভাকে একটি আদর্শ ও মডেল পৌরসভা হিসেবে রায়পুর পৌরবাসীকে উপহার দেব।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হোসেন আহাম্মদ বাহাদুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনসুর জিলানী নোমানসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply