রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আহমদ কবির চৌধুরীর (৭৪) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৫টার দিকে মধ্যম বারখাইন নিজ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তৈলারদ্বীপ-বারখাইন এরশাদ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আহমদ কবির চৌধুরীকে দাফনের আগে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ্ আল মুমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আনোয়ারা শাখার আহ্বায়ক সেকান্দার হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ হান্নান, আবদুল কাদের, সওগাতুল কবির চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী আরজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা আহমদ কবিরের মৃত্যুতে শোক জানিয়েছেন আনোয়ারা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযুদ্ধ বিষয়ক এশিয়াটিক সোসাইটির গবেষক, লেখক ও সাংবাদিক জামাল উদ্দিন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা আহমদ কবির চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ১৬ ফেব্রুয়ারি দুপুরে তিনি মধ্যম বারখাইন নিজ বসতগৃহে অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy