1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
রাসিকের ১৯নং ওয়ার্ডে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাশিমপুরে জমি বিরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কেশবপুরে সেই অবৈধ ইটভাটা রোমান ব্রিকসটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন নবাবগঞ্জে শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে সরকারি খালের মাটি লুটের অভিযোগ ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম

রাসিকের ১৯নং ওয়ার্ডে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.৫৯ পিএম
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ছোটবনগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সমাবেশে কাউন্সিলর সহ নারী বক্তারা ১৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের জন্য রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নামটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছেন। প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীতে নারীদের জীবনমানের উন্নয়ন হয়েছে। প্রকল্পের মাধ্যমে নারীরা নিজেরাই নিজেদের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এটি অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজশাহী মহানগরীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আসলে উন্নয়নের তো শেষ নেই। আরো উন্নয়ন দরকার, সেগুলোও আমরা করতে চাই। আপনাদের ভাগ্যের পরিবর্তন, আপনাদের সন্তানদের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যেতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো। আপনারাও আমাদের উন্নয়নের সঙ্গে থাকবেন।

কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে রাসিক মেয়র বলেন, হাতে-কলমে কাজ শিখলে দ্রুত কাজ পেয়ে আয় করা সম্ভব হয়। বিদেশী গিয়েও ভালো কাজ পাওয়া যায়। গতকাল ১৬নং ওয়ার্ডে গিয়ে দেখেছি সেখানে কাউন্সিলরের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ, ইংরেজি ভাষা শিক্ষাসহ বিভিন্ন কোর্স করানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে এমন প্রশিক্ষণ কোর্স চালু করার চেষ্টা করবো।

সমাবেশে রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আমাদের আর নতুন করে চাওয়ার কিছু নেই। উন্নয়নের জন্য ৩০টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ডে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  উন্নয়নে ওয়ার্ডের চিত্রই বদলে গেছে। ১৯ নং ওয়ার্ডে ৪৩৭ টি রাস্তার মধ্যে ৩৫৮টির কাজ সম্পন্ন ও ৩৮৭টি ড্রেনের মধ্যে ৩৩৫ টি ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। রাস্তাঘাট আলোকিত হয়েছে। ১৯নং ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্ক নির্মিত হয়েছে। নতুন একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছেন নগরপিতা। মেয়র মহোদয়েরর সহযোগিতায় ১১৬৭ জনকে বয়স্ক ভাতা ও ৪৮৯ জনকে প্রতিবন্ধী ভাতা  প্রদান করা হয়েছে। এই ব্যাপক উন্নয়নের জন্য আমরা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নগরপিতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নারী সমাবেশে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, জোন-৭ সংরক্ষিত কাউন্সিলর উম্মে সালমা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দীন, শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলম, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাছেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, বিশিষ্ট নারী নেত্রী হাফিজা বেগম হ্যাপি, সুরভী আক্তার, কবরী রানী, নুর নাহার, সিমা বেগম, পিয়ারী বেগম, মনি বেগম, আকলিমা বেগম, জেসমিন আক্তার জেমি, জেবুন নেসা, ইতি, চাম্পা বেগম, আশা খাতুন, মোসাঃ খুকু, নাসিমা বেগম, নিরো বেগম, হিরা, সুমি বেগম, রিতা, মাসুমা, শাহিনা, ফাতেমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews