আবুল হাশেম, রাজশাহী
আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী আমেজে চলছে প্রচার প্রচারণা। মনোনয়ন পত্র উঠানোর শেষ সময় ছিলো ১৮ মে-২০২৩। মনোনয়ন পত্র দাখিল ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত।
২১ মে ( রোববার) সকাল থেকে নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল শুরু হয়।
বেলা সাড়ে ১১ টা মনোনয়ন পত্র দাখিল করেন ১৯ নং ওয়ার্ডের প্রার্থী কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন। এরপর পরই মনোনয়ন পত্র দাখিল করেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন আনার।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৩ মে। এর মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন দাখিল পর্ব। প্রথম দিনের প্রথম প্রহরে অনেকেই মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে জনপ্রিয় কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে আবারো বিজয়ী হবো ইনশাআল্লাহ। জনগণের পাশে থেকে তাঁদের কাংখিত সেবা করায়, জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আগামী নির্বাচনে ভোট দিবেন বলে আমি আশাবাদী। আমার ওয়ার্ডে আগেকার যে কোনো সময়ের কাউন্সিলরদের চেয়ে বহুগুণ সেবা বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের ছোয়ায় ওয়ার্ডবাসী উজ্জীবিত। রাস্তা-ঘাট, ড্রেন, মসজিদ-মাদ্রাসা, স্কুলসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমার ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। জনগণ উন্নয়নে বিশ্বাসী। আমার ওয়ার্ডের সচেতন নাগরিকের সংখ্যা বেশি। তাঁরা জানানে কার দ্বারা উন্নয়ন সম্ভব।
অপরদিকে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে আবারো বিজয়ী হবো ইনশাআল্লাহ। জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ায় জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আগামী নির্বাচনে ভোট দিবেন বলে আমি আশাবাদী। আমার ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি। সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে বলে আমি আশাবাদী। আমাদের ওয়ার্ডে দু একটি কেন্দ্র ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নাই।ব্যাপক উন্নয়ন হওয়ায় ওয়ার্ডবাসী সন্তুষ্ট। তাদের ভালোবাসায় আমি সিক্ত। জনগণ গতবার যেভাবে আমার প্রতি আস্থা রেখেছিলো, আমি তাদের আস্থার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওয়ার্ডের উন্নয়নসহ জনগণের পাশে ছিলাম। জনগণ একইভাবে এবারো আমার পাশে আছে।
মনোনয়ন পত্র দাখিলের সময় উক্ত ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy