নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তার কাজে অনিয়ম করার অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কাজ বন্ধের কথা নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান।
জানাগেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা-মোহনপুর গ্রামে টিআর প্রকল্পের আওতায় ৪’শ ফিট মাটির রাস্তা ইট দিয়ে সলিংয়ের কাজ শুরু হয়েছে। শুরুতেই বালুর বদলে মাটি, ১ নম্বর ইটের বদলে ২/৩ নম্বর ইট দিয়ে প্রায় দেড়শ থেকে দুইশ ফিট কাজ করা হচ্ছে। স্থানীয়রা এমন অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের নিকট করলে তিনি এসে নিম্নমানের কাজ করার সত্যতা পাওয়ায় তা বন্ধ করে দেয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও টিআর প্রকল্পের ওই কাজের সভাপতি সিরাজুল ইসলাম জানান, এক লাখ টাকার কাজ চল্লিশ হাজার টাকা দিয়ে পরিষদ থেকে করতে বলা হয়েছিল। কিন্তু আমি এতো বড় দূর্নীতি করতে পারবো না। তখন তারা বলেছে তাহলে তোমাকে কাজ করতে হবে না। ৭ নং ওয়ার্ডের মোকা মেম্বার দিয়ে কাজটি করা হচ্ছিল কিন্তু আমি ওই প্রকল্পের সভাপতি আমি নিজেই জানিনা। অবশ্যই নিয়ম অনুয়ায়ী কাজ হোক।
এদিকে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোকলেছ ওরফে মোকা জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, সিরাজুলের সমস্যা দেখে চেয়ারম্যান আমাকে করতে বলেছে, আমি কাজ করেছিলাম। এখন কাজ বন্ধ আছে।
তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজল কাজ বন্ধের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, বালু ও ইট নিম্নমানের কারণে এসব সমস্যা হয়েছে। আর কোন অভিযোগ থাকলে তা সত্য নয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান জাতীয় দৈনিক সূর্যোদয় কে জানান, এস্টিমেট অনুযায়ী কাজ না করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এস্টিমেটের নিয়মের বাহিরে কাজ করলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy