সালেক আহমেদ পলাশ: নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর মেঘনা নদীতে নৌকাডুবি একজনের লাশ উদ্ধার আরো তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে। জানা যায়, পাগলা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় মো. উজ্জল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক মহিলা ও এক শিশুসহ এখনো দুজন নিঁখোজ রয়েছে । রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঘটনার ২১ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ দু’জনের কোন খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ও এলাকাবাসীর সহযোগীতায়, টঙ্গী ও নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি টিম এখনো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। মৃত উজ্জল উপজেলার মির্জাচর গ্রামের আক্তার মিয়ার ছেলে। নিখোঁজ দুজন হলেন, মির্জাচর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ওশন আলীর স্ত্রী কমলা বেগম (৪২) ও একই গ্রামের শামীম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাগ ঘাট থেকে ৭জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি জেলে নৌকা মির্জাচর গ্রামের দিকে রওনা দেয়। পরে নৌকাটি ঝড়ের কবলে পড়ে মির্জাচর পশ্চিমপাড়া এলাকায় পাগলা নদীতে ডুবে যায়। বাঁশগাড়ির পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোস্তফা ও নৌ-পুলিশের উপ-পরিদর্শক জামশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ১ জন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছে। ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক জানান, আমরা ঘটনার খবর পেয়ে সোমবার সকাল ১১টায় ঘটনা স্থলে পৌঁছে ৭ ঘন্টা চেষ্টার পরও আমরা নিখোঁজদের সন্ধান পাইনি । আমরা ধারনা করছি নদীর প্রবল স্রোতের ফলে নিখোঁজদের দেহ অন্যত্র ভেশে গেছে। আমরা আজকের মতো আমাদের কার্যক্রম স্থগিত করেছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy