প্রকাশিত কমিটির তালিকায় যাদের নাম রয়েছে তাদের দুই-তৃতীয়াংশ সদস্যই জানেন না কমিটি হয়েছে।যা মিথ্যা ও বানোয়াট বলে দবি করেন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (১৪ নভেম্বরয়) বিকাল ৪টায় পূন কমিটির দাবিতে উত্তর চরবংশী বিএনপি অফিসে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রয়াত আলহাজ্ব গনি কবিরাজের ছেলে ফারুক কবিরাজ।
উপস্থিত বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক হানিফা দেওয়ান,বিএনপি নেতা কবির মাতাব্বর, গিয়াসউদ্দিন মাতাব্বর,আবুল খায়ের মাতাব্বর,সফিকুর রহমান গাজী,মালেক গাজী,কেরামত মাল ও ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ সভাপতি খাঁন রুহুল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক এল,এম সোহাগ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেব হাসান মামুন,সাবেক ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-মানবাধিকার সম্পাদক আইনজীবী সহকারী মানিক আহম্মেদ তারেক,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী সফিকুর রহমান, সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৮ জন কাউন্সিলর ছিল।যাদের মধ্যে থেকে ২জন মারা যায়।অন্য একজন অন্য সংগঠনে চলে যায়।বাকি ১৫ জন নিয়ে সাংগঠনিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করার কথা থাকলেও সদস্যদের না জানিয়ে নিজেদের খ উপজেলা বিএনপি খাম-খেয়ালিভাবে অনিয়ম করে কমিটি দিয়েছে,যা সাংগঠনিক পরিপন্থী।সারাজীবন দেখেছি উপজেলা কমিটি জেলা কমিটির প্যাডে ও ইউনিয়ন কমিটি উপজেলা কমিটির প্যাডে প্রকাশ করা হতো।কিন্তু একটি ইউনিয়ন কমিটির তালিকা কীভাবে ইউনিয়নে কমিটির প্যাডে দেয়?
প্রতিবাদ সভা শেষে উপস্থিত বিএনপি সদস্যরা লিখিত স্বাক্ষর করে সদ্য ঘোষিত কমিটির বিলুপ্তি ও পূন কমিটির দাবি জানায়।
Leave a Reply