জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের সভাপতি পদে মো. মাহবুবুল আলম মিন্টু (দৈনিক আজকের পত্রিকা) সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ঢালী (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ মার্চ) রাতে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে মিজানুর রহমান মোল্লা (সমকাল), সৈয়দ আহম্মদ (খবর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইকরাম হোসেন মুকুল পাটওয়ারী (যায়যায়দিন), সোহেল আলম (বাংলার নবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশিদ (আমার সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ), নির্বাহী সদস্য পদে মোস্তফা কামাল (খবরপত্র), আব্দুল করিম (ভোরের ডাক), আব্দুল লতিফ (মানবজমিন) ও ইমরান হোসেন সজিব (ভোরের পাতা) নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভোরের কাগজ প্রতিনিধি ও সাবেক সভাপতি শংকর মজুমদার। নির্বাচন কমিশনার হিসেবে সহযোগী ছিলেন মোস্তফা কামাল, মিজানুর রহমান মঞ্জু। ২৪ জন সদস্যের মধ্যে ২২ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফল ঘোষণাকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী পুলিশ সুপার (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) স্পীনা রানি প্রামানিক, রায়পুর থানার ওসি আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন জাকারিয়া, পৌর আঃলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, সিনিয়র আইনজীবী মিজানুর রহমান মুন্সীী
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy