মো:ফিরোজ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনা রিপোর্ট নেগেটিভ আসার দুই দিন পরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মো. মোখলেছুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সোয়া ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মোখলেছুর রহমান বাউফল পৌরসভার ৯নং ওর্য়াডের বাসিন্দা। সে উপজেলা রিক্সা শ্রমিকদলের সাবেক সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. আক্তারুজ্জামন বলেন, করোনা উপসর্গ নিয়ে কয়েক দিন আগে মোখলেছুর রহমান হাসপাতালে ভর্তি হয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে গত ৯ই আগষ্ট শনিবার রিপোর্ট নেগেটিভ আসে।
এরপরে বুধবার তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাত সোয়া নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।