প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ১০:৫৪ পি.এম
রিপোর্ট ভুল দেয়ার অভিযোগ করায় রোগীর স্বজনকে মারধর হাসপাতালের পরিচালকসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদকঃ-
বগুড়ায় হেপাটাইটিস-বি পরীক্ষার রিপোর্ট ভুল দেয়ার অভিযোগ করায় রোগীর স্বজনকে মারধর করেছে সাইক জেনারেল নামের একটি বেসরকারি হাসপাতালের কর্মচারীরা। পরে বিক্ষুদ্ধ লোকজনেরা হাসপাতালটিতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে।
মঙ্গলবার (৪ মে) বিকেলে বগুড়া পৌর শহরের ঠনঠনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হাসপাতালের পরিচালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, সাইক জেনারেল হাসপাতালের পরিচালক রুহুল কুদ্দুস খন্দকার,হাসপাতালের ম্যানেজার প্রসেণজিৎ কুমার ও কর্মচারী জাহিদ হোসেন।
জানা গেছে, বগুড়ার নিশিন্দারা উপশহরের সৌরভ হোসেন গত সোমবার (৩ রা মে) তার বোনকে নিয়ে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য সাইক জেনারেল হাসপাতালে যান। পরীক্ষার পর রিপোর্টে হেপাটাইটিস বি শনাক্ত হয়। পরে মঙ্গলবার (৪ মে) হেপাটাইটিস বি আসলেই হয়েছে কিনা এমন সন্দেহে তারা পুনরায় ওই পরীক্ষা আরো দুই জায়গায় করে। পরীক্ষার রিপোর্ট দুই জায়গা থেকেই নেগেটিভ আসে।
এরপর সৌরভ ওই রিপোর্ট গুলোসহ সাইক হাসপাতালের দেওয়া রিপোর্ট নিয়ে আবারও বিকেলে সাইক জেনারেল হাসপাতালে যান। সেখানে রিপোর্ট ডেলিভারি সেন্টারে গিয়ে জানায় তারা যে রিপোর্ট দিয়েছে সেটি ভুল। এ নিয়ে সৌরভের সাথে কর্মচারীদের বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে কর্মচারীরা সৌরভকে এলোপাথাড়ি মারধর শুরু করে। সৌরভ হাসপাতাল থেকে দৌঁড়ে বাইরে এসে নিরাপদে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালে বাইরে এসেও কর্মচারীরা তাকে মারধর করতে থাকে। এ সময় স্থানীয় লোকজনরা বিষয়টি জানার পর উত্তেজিত হয়ে হাসপাতালে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে শুরু। এঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে
বনানী ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উত্তেজিত জনগণকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলো, এ সময় পরিচালক রুহুল কুদ্দুস এসে ঐ যুবককে পুলিশের সামনেই আবারো কিলঘুষিসহ মারধর শুরু করলে।
পরে হাসপাতালের পরিচালক রুহুল কুদ্দুস খন্দকারসহ ৩ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। তিনি আরো বলেন তাদের হাসপাতালে কতজন ভুয়া ডাক্তার আছে তা উর্ধতন কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy