তবু স্বপ্নে বাঁচি
বুকের গভীরে
কান্নার জল শুকিয়ে
মনের আকাশে
মেঘ হয়ে উড়ে চলে
বিশাল এক
পাহাড়ের খোঁজে।
সেই পাহাড় বেয়ে বেয়ে
আঁকি আমার স্বপ্ন।
আমার স্বপ্নের
পাহাড়ে ঘুরে ঘুরে
সূর্যের আলো কুড়াই
শীতলতায় উত্তাপ ছড়াই,
মেঘ ছুঁয়ে অশ্রু ঝরাই
শুকিয়ে যাওয়া ধুধু বুকে
জলধারায় আবার পূর্ণ করি,
চোখের কোণে অশ্রু জমাই।
কিছু স্বপ্ন রয়ে যায়-
স্বপ্ন হয়ে চোখের পাতায়।
এভাবেই নিত্য জীবন যাপন
এমন করেই
সুখ দিয়ে দুঃখ কেনা,
স্বপ্ন দেখে স্বপ্ন ভুলে থাকা।
নিয়তির আঘাত
দুঃস্বপ্ন কড়া নাড়ে
স্বপ্নহীন প্রতিদিন!
তবু স্বপ্নের মাঝে বেঁচে থাকা।