খেলোয়াড় ছিলে বেশ
কখনো যদি মনে হয়
শূন্যতা ঘিরে ধরেছে তোমায়,
তবে আকাশ পানে চেয়ে
ভেবে নিও একই
আকাশের নীচেই সে আছে
যে তোমাকে ভালোবেসেছিলো
আজও ভালোবাসে তোমাকেই।
তবে আজ আর কোনও আশা
কোনও চাওয়া পাওয়া নেই আমার।
জানি কখনও আর
আমার হবেনা তুমি,
শত সহস্র অপ্রস্তুত দীর্ঘশ্বাস
কত শত রজনীর নির্ঘুম চোখ
আজও কিসের অপেক্ষায়
থাকে বুঝিনা!
কত-শত কথা
কত রঙিন বাসনা
আর কতগুলো স্বপ্নের হাতছানি,
আমি একাকী বসে মিলিয়েই যাই
এসবের সত্যতাই বা ছিলো কতখানি!
অভিনয়টা বেশ আবেগি-ই
ছিলো তোমার তবে যন্ত্রণাটা
বড় করুণ আমার।
তোমার আবেগি অভিনয়টা
বুঝে ওঠতে একটু দেরি হয়েছিলো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy