প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ১:১০ এ.এম
রুমায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত – ১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের রুমায় বগালেক সড়কের মুনলাই পাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলায় পাহাড়ের চূড়ায় দর্শনীয় পর্যটন কেন্দ্র বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু দায়িত্ব চিকিৎকরা দুজনকে মৃত ঘোষণা করে। নিহতরা হলেন- জিকু বড়ুয়া (৩৪)। তারবাড়ি বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায়।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হৃদয় বড়ুয়া নামে আরও একজন। সে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি রুমা বড়ুয়া পাড়ায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ বেলাল জানান, মোটর সাইকেল দূর্ঘটনায় একজন মারাগেছে। আরেকজন রুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy