আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
সবুজ পত্র পল্লবী পাখপাখালির দেশ বাংলাদেশ। কবির ভাষায় যেখানে পত্র পল্লবী সেখানেই পাখ পাখালীর অবিচ্ছেদ্য উপস্থিতি লক্ষ করা গেছে বহুবার।
এই প্রতিবেদক তার লেখনীর মাধ্যমে পরিবেশবিদদের দৃষ্টি আকর্ষণ করছেন-আশা করছেন সকলের সর্বপরি সহযোগতিায় আবারো প্রাণ ফিরে পাবে সবুজ পত্র পল্লবীতে দেখা মিলবে পাখ পাখালীর।
বান্দরবান রুমা উপজেলা শহরের পাশে দিবারাত্রি অবস্থান করেও কোথাও খুঁজে পাননি পাখির কোলাহল।
এলাকাবাসীর সাথে কুশল বিনিময়ের সময় গাছে গাছে পাখি নেই কেন এই প্রশ্নের উত্তরে এই প্রতিবেদক জানতে পারেন-এলাকার বিভিন্ন সম্প্রদায়ের ছোট ছেলেরাই কান্টা মেরে আগুনে পুড়ে খেয়ে ফেলে কাক, কোকিল, বক, দোয়েল, শ্যামা, ময়না, বাবুই, চড়ুই, বুলবুলি, কাঠবিড়ালী সহ সকল প্রজাতির পশুপাখি।
উদ্ভিদ ও কৃষি বিজ্ঞানের ভাষায় পরাগরায়ন ব্যতীত আশা করা যায় না ফুল ফোটা ও ফল উৎপাদিত হওয়া। পরাগরায়নে প্রজাপতি, ফরিংও অংশগ্রহণ করে। এভাবেই রুমা উপজেলার গাছ গাছালিতে পাখ পাখালীর উপস্থিতি না থাকলে আগামীতে পরিবেশে বিরুপ প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে।
Leave a Reply