শাহজাদপুর প্রতিনিধি ঃ
মা-বাবার সম্পত্তি লিখে না দেওয়ায় নানা মামল, নির্যাতন সহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন । গতকাল মঙ্গলবার রাতে স্বামীর নির্যাতন থেকে রেহাই পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন শাহজাদপুর উপজেলার পৌরসদরের কান্দাপাড়া গ্রামের নাফিসা হক মৌ । লিখিত বক্তব্যে তিনি বলেন তার স্বামী রাকিমুল আল মামুন রানা ওরফে কয়েল রানার বিভিন্ন অপকর্মে বাধা দিতে গেলে তাকে নির্যাতনতের শ্বিকার হতে হতে হয় । তিনি আরো বলেন আমার উপর আমার স্বামীর নির্যাতন শুরু থেকেই করতো । বাচ্চাদের মার ধর লেগেই থাকতো । প্রতিটি কাজেই তাকে নির্যাতনের স্বীাকর হতে হয়েছে । রাকিমুল আল মামুন রানা ওরফে কয়েল রানার পরিবার মেযেদের মানুষ মনে করে না তবে তার পরিবার বাদ দিয়ে । আমি নারী নির্যাতনের কেস করেছিলাম তার বিচার পাই নাই । রাকিমুল আল মামুন রানা ওরফে কয়েল রানার সর্বস্তরের জুডিশিয়াল থেকে শুরু করে উপরের নীচের সব শ্রেণীর সকলকে তার ক্ষমতা এবং টাকায কিনে নিয়েছে । তার হাজারও কেস আছে শুধু তাই নয় বিভিন্ন কিছু নিয়ে লেনদের করে থাকে । সকলের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে । তিনি বলেন আমার জানা মতে তার সঠিক কোন ব্যবসা নাই । গত ১৫ ডিসেম্বরে রাকিমুল আল মামুন রানা ওরফে কয়েল রানারকে প্রতারক ও জালিয়াত হিসাবে অভিহিত করে টিভি চ্যানেল এটিএন বাংলায় সাকল ১০টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা, রাত্রি ১০টা ও রাত ১টায় জাতীয় সংবাদ বিভিন্ন জনের সাথে তার প্রতারনা ও জালিয়াতির ঘটনা সচিত্র বিবরন সম্প্রচার করে । রাকিমুল আল মামুন রানা ওরফে কয়েল রানা আমাকে আমার সন্তানদের এবং আমার মা-বাবাকে প্রতিনিয়ত হুমকি দিয়েই যাচ্ছে । রাকিমুল আল মামুন রানা ওরফে কয়েল রানা বলে সে প্রশাসনকে কিনে রেখেছে । আমার সন্তানদের মেরে ফেলবে, গরম পানিতে চুবাবে,রোষ্ট করবে,এসডি দিয়ে পুরাবে গাড়ী চাপা দিয়ে মেরে ফেলবে আরো অনেক কিছু । আমার স্বামী রাকিমুল আল মামুন রানা ওরফে কয়েল রানা খালেদার শাসন আমলে তারেক জিয়া, কোকোর সাথে অবৈধ সম্পদের পাহাড় গরেছে। সে বলে বর্তমান সরকারের সমও বড় বড় মন্ত্রী এমপিদের সাথে সুসম্পর্ক সে সব করতে পারে । তারেক জিয়ার সাথে তার এখনো যোগাযোগ আছে । এছাড়া রাকিমুল আল মামুন রানা ওরফে কয়েল রানা নারী ব্যবসা,মাদক-চোরাচালিনি, সন্ত্রাসী চক্রে অর্থ ও অস্ত্র যোগানদাতা, হুন্ডিসহ নানাবিধ অবৈধ পন্থায় বিদেশে শতশত কোটি কোটি পাচার করে থাকে । এগুলো বাধা দেওয়াতেই আমাকে এবং আমার সন্তানদের মারধোর এবং প্রাণনাশের চেষ্টা করে আমি প্রাণ ভরে আমার পিতার বাড়ীতে আশ্রয় নিলেও এখানেও সে আমার এবং আমার সন্তানদের মারধোর এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে । আমার মা বাবার প্রত্রিক সুত্রে পাওয়া আমার নামিও সম্পত্তি আত্নসাতের বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে ।