রোগ প্রতিরোধও করে সোনা
ফিরোজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
| ১৫ জুন ২০২১ | ৫:৪৫ অপরাহ্ণ
রোগ প্রতিরোধও করে সোনা
FacebookTwitterShare
বিশ্বজুড়েই সোনার তৈরি অলঙ্কারের ব্যাপক কদর। শুধু নারীরা নন, পুরুষরাও অনেকেই আছেন যারা সোনা ব্যবহার করতে ভালবাসেন।দামী ধাতু হওয়ায় সোনা শুধু অলঙ্কার হিসেবেই নয়,ভবিষ্যতের পুঁজি হিসেবেও কাজে লাগে। তবে শুধু সৌন্দর্যত বৃদ্ধি আর আর্থিক দিক নয়, চিকিৎসা বিজ্ঞানেও রয়েছে সোনার কদর।
Surjodoy.com
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, সোনায় এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা দূর করে। সোনায় রয়েছে প্রাকৃতিক অ-বিষাক্ত খনিজ, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জেনে নিন বিভিন্ন সোনার স্বাস্থ্য উপকারিতা।
The Daily surjodoy
কিছু গবেষণায় দেখা গেছে যে খাঁটি সোনায় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। ১৯ এর দশকের শুরুর দিকে, একজন চিকিৎসক এ নিয়ে একটি ব্যবহারিক প্রয়োগ করেছিলেন।সোনার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরে ব্যথা এবং শরীরে ফোলাভাব কমাতে সাহায্য করে। এইভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তবে সোনার পাশাপাশি এই বৈশিষ্ট্যগুলো তামাতেও আছে।
মেনোপজের সময় নারীদের জন্য সোনা উপকারী। কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, মেনোপজের মধ্য দিয়ে যাওয়া নারীদের সমস্যা কমাতে সোনার গহনা সাহায্য করে।
The Daily surjodoy
এক গবেষণায় দেখা গেছে,সোনার ব্যবহার ক্ষতের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। প্রাচীন কয়েকটি চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে, ক্ষতে সোনা প্রয়োগ করা হলে তা সংক্রমণ রোধ করতে সাহায্য করে।
The Daily surjodoy
সোনা ত্বকে উষ্ণতা বাড়ায় এবং স্নিগ্ধ কম্পন সরবরাহ করে বলে কোনো কোনো গবেষক দাবি করেছেন। সোনা দেহের কোষগুলোকে পুনরায় জন্মাতে সহায়তা করে। এছাড়া একজিমা, ছত্রাকের সংক্রমণ, ক্ষত, পোড়া ইত্যাদির মতো ত্বকের সাথে সম্পর্কিত সমস্যার জন্যও সোনা ব্যবহৃত হয়।
The Daily surjodoy
চিকিৎসা ক্ষেত্রে সরাসরি সোনার ব্যবহার দেখা যায়। আকুপাংচারের চিকিৎসকরা ব্যথা কমাতে এবং শরীরে শক্তি প্রবাহ ছাড়তে সোনার টিপড সুঁচ ব্যবহার করেন।