দৈনিক সূর্যোদয় ডেস্ক
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আরও সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে-তে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান থেকে বাঁচতে অনেক সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। ইউক্রেন পরিস্থিতির কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায়, প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য শিবির পরিচালনার খরচ বাড়ছে।
তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে। তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে এখন পর্যন্ত কিছুই বাস্তবায়ন হয়নি।
এছাড়া ২০২৬ সালের মধ্যে জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে চান বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে তরুণদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশাল বাজার রয়েছে।
এর আগে, জাপান ব্যাংক ফর ইনন্টারন্যাশানাল কো-অপারেশনের গভর্নর হায়াসি নবুমিতসোর সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের আরও বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy