প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২১, ৩:৪১ এ.এম
রোহিঙ্গানেতা মুহিবুল্লাহ হত্যা-‘কিলিং স্কোয়াড’ প্রধান গ্রেপ্তার
সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ‘কিলিং স্কোয়াড’ এর প্রধানকে গ্রেপ্তার করেছে এপিবিএন।বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক। দুপুরে উখিয়ার এপিবিএন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে জানান তিনি।এর গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) রাত সাড়ে আটটার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ইস্ট-১ এর ডি-৮ ব্লকে নিজ অফিসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।তার স্বজনদের দাবি, রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে নিজ দেশের নাগরিকদের সংগঠিত করায় এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় জড়িত থাকার কারণেই তাকে খুন করেছে প্রত্যাবাসন বিরোধী রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর আগে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় ভয় ও চাপা ক্ষোভ বিরাজ করছে রোহিঙ্গাদের মাঝে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy