প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২১, ১১:২১ এ.এম
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড! ব্যাপক ক্ষয়ক্ষতির আশাঙ্কা

বাবু চৌধুরী -বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে তিনটি ক্যাম্পের সহস্রাধিক ঘর বাড়িসহ বিভিন্ন স্হাপনা পুড়ে ছাই হয়ে গেছে । এছাড়াও এই অগ্নিকান্ডের ঘটনায় স্হানীয়দের কয়েক শতাধিক বসতবাড়ি মসজিদ, বালুখালি বলি বাজারের কয়েক শতাধিক দোকানপাট এম এস এফ হাসপাতালসহ আরও ৫ শতাধিক স্হাপনা পুড়ে গেছে ।
গতকাল সোমবার বিকেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । প্রাথমিক ভাবে স্হানীয় ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন । খবর পেয়ে বিকেল ৫ টার সময়ে কক্সবাজার উখিয়া ও টেকনাফ ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে । এই অগ্নিকাণ্ডের সঠিক কোনো কারণ জানা যায়নি, তবে এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহভাজন অভিযোগে কয়েকজন রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন )।
বিকেল ৪ টার সময় বালু খালি ৮ নম্বর ইডাব্লিউভিইউ ক্যাম্পে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে । যা পরবর্তীতে পাশের ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে ।
এছাড়াও পার্শ্ববর্তী বাংলাদেশী জনগোষ্ঠীর বসতিতে ও আগুন ছড়িয়ে পড়ে । আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটসহ রামু সেনানিবাসের টিম, পুলিশ, এপিবিএন এবং স্হানীয়রা ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy