প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২১, ৪:৫৩ পি.এম
রোয়াংছড়িতে কোভিড-১৯, টিকাগ্রহণ,উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সচেতনমূলক র্যালি ও আলোচনা সভা

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কোভি-১৯, টিকাগ্রহণ,উদ্বুদ্ধকরণ সচেতনমূলক সংক্রান্ত র্যালি ও আ্রলোচনা সভা অনুুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ এর চত্ত্বর থেকে শুরু হয়ে রোয়াংছড়ি বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা পরিষদের প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ ফ্রেব্রুয়ারী ২০২১) আয়োজিত অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদের সভাপতি উপস্থিত ছিলেন নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষিকা সুলতানা আক্তার। এসময় নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদ বলেন আনসার ও ভিডিপিদের দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে দক্ষতা সাথে কাজ করে যাচ্ছেন। কোভি-১৯, প্রতিরোধে ব্যাপক টিকাগ্রহণের সংক্রান্ত সতেনমূলক উদ্বুদ্ধকরণ ও প্রচার প্রসার করতে আহ্বান জানিয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy