
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
বুধবার দুপুরে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্বের সাথে দায়িত্বপালনে উৎসাহ দিতে রৌমারী ও রাজিবপুর থানা পরিদর্শনে যান এসপি সৈয়দা জান্নাত আরা।
এসময় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, নিয়মিত দাপ্তরিক কাজের অংশ হিসেবে রৌমারী ও রাজিবপুর থানা পরিদর্শন করা হয়েছে।পেশাদারিত্বের সাথে দায়িত্বপালনে পুলিশ সদস্যদের উৎসাহ প্রদান করা হয়েছে।থানায় সেবা নিতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়,সেব্যাপারে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।যেকোন অপরাধ নির্মুলে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার রৌমারী ও রাজীবপুর সার্কেল মাহফুজুর রহমান,এএসপি সিয়াম রহমান
এ জাতীয় আরো খবর..
Leave a Reply