নিরেন দাস, বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৫ অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি ১০০ গ্রাম হেরোইন-সহ অলকা রানী সিং (৫২) নামের এক শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
রোববার (৪ জুন) বিকাল সাড়ে টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাবের অভিযানিক দলের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকার নির্মল চন্দ্র সিং এর স্ত্রী।
সোমবার (৫ জুন) র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী অলকা রানী সিংকে আটক করা হয়। আটকের পর উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য ২ কোটি ১০ লাখ টাকা বলেও র্যাব জানায়।
পরবর্তীতে আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।