নিরেন দাস, বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটারগান-সহ মোঃ কাজল (২০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
রবিবার (৭ মে) ভোর রাতে চারঘাট উপজেলার রাউথা এছারের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ টি ওয়ান শুটারগান উদ্ধার করে র্যাব সদস্যরা।
আটককৃত অস্ত্র ব্যবসায়ী মোঃ কাজল রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের মোঃ কামালের ছেলে। রবিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, রবিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর চারঘাট উপজেলার রাউথা এছারের বটতলা গ্রামে ১জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটারগানসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও র্যাব জানায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy