বিশেষ প্রতিনিধি: নিরেন দাস
জয়পুরহাটে হত্যা মামলায় দীর্ঘ ১৬ বছর পলাতক থাকা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জাফর জাফু ওরফে ইয়ারব (৩৫) কে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫,ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৌল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী জাফর জাফু জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত.মহিবর রহমানের ছেলে।
সিপিসি-৩,র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা মজিবর রহমান কে গুরুতর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোধণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
এ মামলায় গত ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন গ্রেফতারকৃত জাফুকে মৃত্যদন্ডের রায় প্রদান করেন।
রায়ের ১৬ বছর আগে থেকে জাফু পলাতক ছিল। র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy