মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
১০ মার্চ বিকাল ৪টায় বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্নফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্প মসজিদের সামনে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেক পোস্টে গাড়ী তল্লাশী করে আসামী মোঃ রকিব (২০)আটক করে।
র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামে উদ্দেশ্যে বাস যোগে আসছে। উক্ত সংবাদে আসামি সু-কৌশলে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযানে দায়িত্বরত র্যাব সদস্যরা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত ব্যক্তি মোঃ রকিব বলে স্বীকার করে এবং গাড়ির বামপার্শ্বে সাইড বক্সে লাগেজের ভিতর ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদেও সামনে আটককৃত আসামী নিজ হাতে বের করে দেয়া মতে বাসের সাউড বক্সের ভিতরে থাকা একটি লাগেজে রক্ষিত অবস্থায় সর্বমোট ১০৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামী মোঃ রকিব বৈশিষ্ট্যগতভাবে একজন মাদক ব্যবসায়ী। সে দেশীয় পদ্ধতিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা বহন করে। এবার সে ট্রলি ব্যাগের পেছনের লাইনারের মধ্যে ইয়াবা লুকিয়ে রেখে চট্টগ্রামে নিয়ে আসার পরিকল্পনা করে। ইয়াবাগুলোকে লাগেজের ভিতরে পলিব্যাগের সঙ্গে এমন ভাবে রেখেছে যা ভিতরে ইয়াবা আছে বলে বোঝা যায় না। তল্লাশী করার সময় লাগেজের পিছনের সাদা প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো একটি লাইন দেখে সন্দেহ হয় এবং ওই অংশটি খুলে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার কার হয়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy