প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ৩:১৩ এ.এম
র্যাবের অভিযানে অনলাইন বিডি স্টাফ টিভির কথিত সাংবাদিক সাজু খন্দকারসহ আটক-৬

নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা নওগাঁর ধামইরহাটে মাদক সেবনকালে অনলাইন বিডি স্টার টিভির কথিত সাংবাদিক সাজু খন্দকার সহ ৬ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
শনিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের ধামইরহাটের আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রাম বনিহারি গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্প জানায়, র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সিপিসি) জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকিরের নেতৃত্বে শনিবার দুপুরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজার ভাতগ্রাম বনিহারি গ্রাম নামক এলাকায় মাদক সেবনের খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালায়।
এ সময় গাঁজা সেবনরত অবস্থায় অনলাইন বিডি স্টার টিভি’র কখনো স্টাফ রিপোর্টার আবার কখনো নওগাঁ জেলা প্রতিনিধির পরিচয়দাতা নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের শিশু গ্রামের মোজাফফর রহমানের ছেলে কথিত সাংবাদিক সাজু খন্দকার (৩১), মৃত দানেশ উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩৮), ভাতগ্রামের আ. ছামাদের ছেলে শামিম রেজা (২২), বনিহারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হারুন অর রশিদ (৩৫), কুমরইল গ্রামের শ্রী চন্দ্র তিগ্যার ছেলে শ্রী রুপচান তিগ্যা (২৫), রামচন্দ্রপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওমর ফারুক (২৬) কে মাদক সেবনের আলামতসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে জয়পুরহাট র্যাব-৫ জানায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy