প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ১:৩৬ এ.এম
র্যাবের অভিযানে ১৪ জন দালাল চক্রের জেল জরিমানা

নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
দালাল চক্রের হাতে দীর্ঘদিন থেকেই অসংখ্য সাধারণ গ্রাহকরা হয়রানি হচ্ছে। এমন সংবাদে দালালদের ধরতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের(বিআরটিএ) জয়পুরহাট সার্কেল, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও ভূমি অফিস এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ এর জয়পুরহাটের সদস্যরা এ বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন দালাল চক্রের সদস্যদের কে আটক করেছে।
রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে.কমান্ডার তৌকির, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটককৃত দালালদের ব্যক্তিদের জরিমানা, মুচলেকা নেওয়াসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
র্যাব-৫ ক্যাম্প সূূত্রে জানাযায়,আটক ১৪ জন দালালদের মধ্যে ৩ জনকে অর্থদণ্ডে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১ জনকে ১৫ দিন এবং অন্য ২ জনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর অন্য ১১ জন দালালকে অর্থদণ্ডে জরিমানা করাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন,জয়পুরহাট সদর উপজেলার কড়ই মাদ্রাসা এলাকার মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ (৪০), সদর উপজেলার তেঘর বিশা এলাকার মৃত আইনউদ্দিনের ছেলে বুলু মিয়া (৪৫) ও কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মৃত ফকির উদ্দিন সরকারের ছেলে জহুরুল ইসলাম(৪০)।
এবং মুচলেকা দেওয়া ১১ জন দালালেরা হলেন,জয়পুরহাট সদর উপজেলার পাকড়তলী এলাকার ফজলুর রহমানের ছেলে ফেরদৌস হোসেন (২৭), আক্কেলপুর উপজেলার রোয়ার গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মাসুদ রানা (৪০),সদর উপজেলার রাজনগর এলাকায় দানেশ চন্দ্র বর্মণের ছেলের দিলীপ চন্দ্র বর্মণ(৩৪), আক্কেলপুর উপজেলার পালশা এলাকার মৃত ইব্রাহিম দেওয়ানের ছেলে আহসান হাবীব (৩৪), পাঁচবিবি উপজেলার রসুলপুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এনামুল হক (৪২)।
সদর উপজেলার ঈশ্বরপুর এলাকার মৃত হরিচরণ দেবনাথের ছেলে গিরেন দেবনাথ (২৮), পূর্ব পারুলিয়া এলাকার মৃত অমজান আলীর ছেলে ইসলাম (৪২), ঘাটিয়াপাড়া এলাকার মৃত সামদুল ইসলামের ছেলে আঃ হান্নান (৪৭), বাবুপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে আলম রশিদ (৩৯),মাদ্রাসা পাড়া এলাকার মৃত সমসের আলীর ছেলে আব্দুল খালেক (৪৯), হাতিল এলাকার বেলাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩২)।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্ববর হোসেন সূর্যোদয়কে জানান,দীর্ঘ দিনধরে দালালদের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগের ভিক্তিতে র্যাবের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ডে জরিমানাসহ জেল দেওয়া হয়েছে। এবং অন্য ১১ জন দালালকে অর্থদণ্ডে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।অভিযানে আটক ১৪ কারাদণ্ড প্রাপ্ত দালালদের কাছ থেকে সর্বমোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy