শ্রী বিরেন চন্দ্র দাস,বিশেষ প্রতিনিধিঃ-
প্রাচীন আমলের নিদর্শন ৫ শত কেজি ওজনের একটি বেলে পাথরের খণ্ডসহ (কষ্টিপাথর সাদৃশ্য) দুইজনকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।উদ্ধারকৃত পাথরটির আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে জয়পুরহাট র্যাব ক্যাম্প।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার তৌকির ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামের আঃ ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মৃত.এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের লে. কমান্ডার তৌকির প্রতিবেদককে জানান, নওগাঁর নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামে আশিকুল তার বাড়িতে পাথরটি রেখে বিভিন্ন চোরাকারবারিদের কাছে বিক্রির চেষ্টা করে আসছিলেন।
এ নিয়ে তারা নিজ এলাকায় জনসাধারণের মাঝে বিভিন্ন কুসংস্কারমূলক গুজবও ছড়াচ্ছিল জয়পুরহাট র্যাবের কাছে এমন গোপন সংবাদ আসলে উক্ত সংবাদ পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে।
এসময় প্রাচীন আমলের ৫ শত কেজি ওজনের একটি বেলে পাথরের কষ্টিপাথর সাদৃশ্য খণ্ড উদ্ধার করা হয়। পাথরটি অনেক প্রাচীন আমলের হওয়ায় এর আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিকতা শেষ হলে পাথরটি প্রত্নতাত্ত্বিক নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক বৌদ্ধ বিহার পাহাড়পুর জাদুঘর হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।