শ্রী বিরেন চন্দ্র দাস,বিশেষ প্রতিনিধিঃ-
প্রাচীন আমলের নিদর্শন ৫ শত কেজি ওজনের একটি বেলে পাথরের খণ্ডসহ (কষ্টিপাথর সাদৃশ্য) দুইজনকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।উদ্ধারকৃত পাথরটির আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে জয়পুরহাট র্যাব ক্যাম্প।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার তৌকির ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামের আঃ ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মৃত.এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের লে. কমান্ডার তৌকির প্রতিবেদককে জানান, নওগাঁর নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বড়পুকুরিয়া) গ্রামে আশিকুল তার বাড়িতে পাথরটি রেখে বিভিন্ন চোরাকারবারিদের কাছে বিক্রির চেষ্টা করে আসছিলেন।
এ নিয়ে তারা নিজ এলাকায় জনসাধারণের মাঝে বিভিন্ন কুসংস্কারমূলক গুজবও ছড়াচ্ছিল জয়পুরহাট র্যাবের কাছে এমন গোপন সংবাদ আসলে উক্ত সংবাদ পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে।
এসময় প্রাচীন আমলের ৫ শত কেজি ওজনের একটি বেলে পাথরের কষ্টিপাথর সাদৃশ্য খণ্ড উদ্ধার করা হয়। পাথরটি অনেক প্রাচীন আমলের হওয়ায় এর আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিকতা শেষ হলে পাথরটি প্রত্নতাত্ত্বিক নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক বৌদ্ধ বিহার পাহাড়পুর জাদুঘর হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
Leave a Reply