বুধবার রাতে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এতথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ গত ২৬ নভেম্বর ২০০০ সালে ৪৩তম বিএমএ লং কার্সের সঙ্গে বাংলাদশ সেনাবাহিনীর সাঁজায়া কার কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি পিজিআর এবং বিজিবি’র বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া কঙ্গোতে জাতিসংঘ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়াজিত ছিলেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গত বছরের ৩ ফেব্রুয়ারি র্যাব-২ এর সিও’র দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান, মোহাম্মদপুর, ধানমন্ডির কিশোর গ্যাংয়ের আধিপত্য বন্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন র্যাবের এই কর্মকর্তা।
এদিকে র্যাব-১১ এর সিও’র দায়িত্বে থাকা লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার র্যাব-২ এর সিও’র দায়িত্ব পাচ্ছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy