জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধঃ
তিন মাদক ব্যবসায়ী চারশত ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয় র্যাব-১১ এর হাতে।
বুধবার (৩ মার্চ) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে র্যাব-১১ এ তথ্য নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার পদিপাড়া বাজার থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হল- নোয়াখালী জেলার গোপালপুর ইউনিয়নের সাহাবুদ্দিন ফুক্কার ছেলে কামরুল হাসান তুষার ,জাহাঙ্গীর আলমের ছেলে মোসারফ এবং একই জেলার আমিশাপাড়া ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে ইমরান। অপর পলাতক আসামী গোপালপুর ইউনিয়নের আবুল হাশেমের ছেলে ফাহিম ইসলাম।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সোনাইমুড়ি এলাকার পদিপাড়া বাজারের সামনে থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে ৪০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করছে আসছে। ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য তারা বাজারে আসছিল বলেও স্বীকার করে।
এদিকে র্যাবের অভিযানের সময় ফাহিম ইসলাম নামে অপর সহযোগী সুকৌশলে পালিয়ে যায়।
র্যাব-১১ লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীকে ধরার চেষ্টা চলছে বলে জানালেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy