রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
র্যাব-১৩,সিপিএসসি,রংপুর অভিযোগের ভিত্তিতে জানতে পারে যে,একটি প্রতারক চক্র বহুদিন যাবত মুক্তিযোদ্ধা সদস্যপদ দেয়ার প্রস্তাব এবং মুক্তিযোদ্ধা ভাতাবাবদ টাকা পাওয়ার জন্য “৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ” এর নামে মুক্তিযোদ্ধা কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে । উক্ত সংবাদের ভিক্তিতে সিপিএসসি,র্যাব-১৩,রংপুর অভিযোগপত্রটি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযোগটি প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখে নীলফামারী, ডিমলা এবং রংপুর মহানগরীর,মর্ডান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক ১। সফিয়ার রহমান (৫২) নীলফামারী, ২। ইব্রাহিম মিয়া (৫১),রংপুর, ৩। সাদেক আলী (৫১), রংপুর, ৪। জয়নাল আবেদীন (৬২), রংপুর’কে গ্রেফতার করেন এবং তাদের কাছে থেকে ভূয়া মুক্তিযোদ্ধা কার্ড-১২৩ টি,ভূয়া সীল -২০ টি, টাকা আদায়ের রশিদ বহি-১৪ টি,এবং বিভিন্ন অবৈধ কাগজপত্র জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত প্রতারক ভূয়া মুক্তিযোদ্ধা কার্ড তৈরীসহ বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারনার কথা স¦ীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।