নিরেন দাস,জয়পুরহাট,প্রতিনিধিঃ-
বগুড়ার শাজাহানপুর উপজেলার ১ নং আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়াগ্রাম জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল,১ টি ম্যাগাজিন,১টি চাপাতি,১ টি চাইনিজ ও চাকুসহ আবু সুফিয়ান (৩৫) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে হাতেনাতে জয়পুরহাট করেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডর তৌকির ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত, বগুড়ার শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ান।
র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আটকের পর শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ান র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দীর্ঘদিন যাবৎ অস্ত্রসহ নিজ জেলাসহ বিভিন্ন জেলায় সন্ত্রাসী কার্যকলাপ,অপহরণ,টেন্ডারবাজি,চাঁদাবাজিসহ বর্তমান সমাজে ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
এবিষয়ে র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডর তৌকির জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান,দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ানের সন্ত্রাসী কার্যকলাপ ও অত্যাচারে ওই এলাকার মানুষেরা অতিষ্ঠ হলে সে প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে ছিলো।
তার বিরুদ্ধে র্যাব-৫ নিকট বিভিন্ন অভিযোগ আসলে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে ক্যাম্পে নেয়ার পর আরো জানাযায় তার বিরুদ্ধে বগুড়া জেলাসহ হত্যা,অপহরণ,ছিনতাই, ডাকাতি বিভিন্ন মামলাও রয়েছে বলে জানান।তিনি আরো জানান শীর্ষ সন্ত্রাসীকে আবু সুফিয়ানকে অস্ত্রসহ আটকের পর উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন কি সাংবাদিকদের মাধ্যমে সংবাদ প্রচারের জন্য বগুড়া জেলাসহ সর্বমহলে জয়পুরহাট র্যাব-৫ ব্যাপক প্রশংসায় প্রশংসিত হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
পরবর্তীতে আটককৃত শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ানের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy