প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২১, ৪:৩৮ এ.এম
র্যাব-৫ এর অভিযানে ১০ জন মাদকসেবী আটক
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার জাহিদুল ইসলামের নেতৃত্বে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বালিঘাটা নিমতলী নামক বাজারে অবস্থিত একটি কাপড়ের মার্কেটে মাদক বিরোধী অভিযান চালিয়ে মার্কেটের ভিতর থেকে মাদক সেবনের সময়ে মাদক সেবনের আলামতসহ ১০ জন মাদকসেবীদের আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে পাঁচবিবির বালিঘাটা ইউপির পশ্চিম বালিঘাটা গ্রামে নিমতলী নামক বাজারের অবস্থিত একটি কাপড়ের মার্কেটে প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন,জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তুরিপাড়া গ্রামের হালিম শেখের ছেলে রতন শেখ (২৫),উচনা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আকরাম হোসেন (৪০),দমদমা গ্রামের মৃত ভাদুর ছেলে সুলতান (৫০),মোরান গ্রামের মৃত প্রান্ধন চন্দ্র বর্মনের ছেলে শ্রী প্রহল্লাদ চন্দ্র বর্মন (৩০),নাকুরগাছী গ্রামের বিপ্লব হোসেনের ছেলে আজাদ আলী (৩৩),
উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে গোলাম রাব্বী সরদার (২৬), আক্কেলপুরের রুকিন্দিপুর ইউপির পূর্ব মাথাপুর গ্রামের আনোয়র হোসেনের ছেলে জিকরুল ইসলাম খোকন (২৩), বগুড়ার সদর উপজেলার আটাপাড়া এলাকার আমিনুর ইসলামের ছেলে আঃ কুদ্দুস (৩০),বগুড়ার আদমঘীঘি উপজেলার শান্তাহার পৌর
শহরের মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান নিঝুম (২০) ও নওগাঁর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের পশ্চিম ঢাকা রোডের বাসিন্দা মনু মণ্ডলের ছেলে রাব্বি ওরফে আলামিন (২০) কে মাদকসেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার জাহিদুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামস্থ নিমতলী বাজারের একটি কাপড়ের মার্কেটের ভিতরে কয়েকজন মাদক সেবন করছিলেন এমন সংবাদ আসে র্যাবের কাছে। সংবাদ পেয়ে র্যাব সদস্যরা প্রায় ২ ঘন্টা অভিযান চালায় সেখানে। এসময় মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে মাদক সেবনের সময় মাদক সেবনের আলামতসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো জানান,পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy