নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে প্রতিদিনের ন্যায মঙ্গলবার রাতে সদর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর একটি আভিযানিক দল।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে জয়পুরহাট সদর উপজেলার জয়পুর গ্রামের কুটিবাড়ী এলাকায় র্যাব-৫, এর সদস্যরা অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আলামত সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সদর উপজেলার দোগাছি এলাকার মৃত আব্বাস সরদারের ছেলে দুলাল হোসেন (৫০),উত্তর জয়পুর কুঠিবাড়ী এলাকার মৃত শেখ চাঁনমিয়ার ছেলে জবায়দুল ইসলাম (৩৫),জিতেনপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোক্তার হোসেন (৩০),গুলশান মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে জনি আহমেদ (২২),খঞ্জনপুর এলাকার তারেক রহমানের ছেলে জাহিদ ইসলাম(২৬),রাংতা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মোরশেদুল ইসলাম(৪০),তাইগর এলাকার তসলিম উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৪২),চক এলাকার মৃত মমতাজ মন্ডলের ছেলে মুকুল মন্ডল(২৯),রাংতা এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিজান(৪০) ও দিনাজপুুর জেলার বোচাগঞ্জ উপজেলার রতনদা এলাকার আজিজুল হকের ছেলে ফজলে রাব্বী (৩০) কে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে জয়পুরহাট র্যাবের সদস্যরা।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়।
এবিষয়ে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের আটক করাসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত র্যাবের অভিযান অব্যাহত থাকবে।