প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২১, ২:৫৭ এ.এম
র্যাবের অভিযানে ২০ জন মাদকসেবী আটক
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ জন মাদক সেবীদের আটক করেছে।
শনিবার(২৩ অক্টোবর) দুপুর থেকে রাত্রী পর্যন্ত জেলার পার্শ্ববর্তী নওগাঁ সদর উপজেলার শিবপুরহাট গ্রাম ও পৌর শহরের ৩ নং ওয়ার্ডের নওজোয়ান মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামের এফাজ মোল্লার ছেলে জহুরুল ইসলাম (৩৮),রাণীনগর উপজেলার পারইল এলাকার আলাউদ্দিন সরদারের ছেলে বুলবুল সরদার(৩৫),একই এলাকার মোকলেসার রহমানের ছেলে সোহেল রানা (৩৯),আত্রাই উপজেলার হিসাব্দীনগর এলাকার মৃত দিগেনের ছেলে শ্রী সুচরন (২০),রাণীনগর উপজেলার বিশিয়া এলাকার মৃত ময়জুদ্দিনের ছেলে কছিমুদ্দিন (৪০),নওগাঁর উকিলপাড়া এলাকার বাহার আলীর ছেলে বাদল (৩০),ইকরকুড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে বাদশা (৩২),।
বরুনকান্দি এলাকার এনামুল হকের ছেলে মিনহাজুল ইসলাম ইমন(১৯),শিবপুরহাট এলাকার নুরনবী গোলাপের ছেলে সাকিব হাসান (১৯),নয়ন চন্দ্র সূত্রধরের ছেলের মোহন কুমার সূত্রধর (১৯),এলাহীর ছেলে ইমরান খাঁন(১৯),ডহরপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাজ্জাক (৩২),শান্তাহার হাটখোয়া এলাকার মৃত ইসমাইলের ছেলে আঃ সালাম (৪৫),নামাপোতা এলাকার মৃত পবেশ সরদারের ছেলে বাবুল (৩৬),বশিপুর এলাকার খলিল মন্ডলের ছেলে সবুজ মন্ডল (৩২),।
শান্তাহার লোকু পাটিং কলোনী ১ নং ওয়ার্ডের বাসিন্দা ফরহাদ হোসেন কবিরের ছেলে সোহরাওয়াদর্দী (১৮),মুক্তার হোসেনের ছেলে মাহফুজুর রহমান রাহাত (১৯),কুসুম্বা এলাকার সিরাজুল হকের ছেলে সেলিম (৫৩),উতচাইল এলাকার কুদ্দসের ছেলে হারুনুর রশিদ (৫৫) ও বগুড়ার আদমদিঘী উপজেলার মানদিয়া এলাকার কুদ্দসের ছেলে রকি (২২) নামে সর্বমোট ২০ জনকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy