প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২১, ১০:৪৫ পি.এম
র্যাবের অভিযানে ৬ টি অস্ত্র ও গুলিসহ দুইজন অস্ত্র ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে ৬ টি অবৈধ অস্ত্র ও গুলিসহ হৃদয় (২৭) ও শিশির (২০) নামে শীর্ষ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব সদস্যরা।
রোববার (২২ আগস্ট)সন্ধায় নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকায় গোপন তথ্যের ভিক্তিতে র্যাব সদস্যা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শেখপাড়া এলাকার কিবরিয়া রাজু'র ছেলে হৃদয় ও একই উপজেলার হামিদপাড়া এলাকার আফাজের ছেলে শিশির।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। র্যাব-৫ এর সদস্যরা গোপন একটি সংবাদে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে অবৈধভাবে অস্ত্র ক্রয় করে অটোরিক্সা যোগে নওগাঁর উদ্দেশে দুই জন অস্ত্র ব্যবসায়ী যাচ্ছে।
অস্ত্র ব্যবসায়ীরা নওগাঁর নিয়ামতপুর বাজারের আড্ডা এলাকায় পৌঁছাইলে উক্ত সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলভার,৫টি ওয়ানশুটার,১ রাউন্ড গুলিসহ শীর্ষ দুইজন অস্ত্র ব্যবসায়ী হৃদয় ও শিশির কে হাতেহাতে আটক করে। আটককের পর ঘটনাস্থলেই র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা শিকার করে অবৈধ অস্ত্র গুলো একটি ট্রাক যোগে নওগাঁ হয়ে বগুড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো।
পরবর্তীতে আটককৃত শীর্ষ অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে নিকটবর্তী থানায় বিভিন্ন ধাঁরায় মামলা দায়ের করে র্যাব-৫ এর সদস্যরা।
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্প এক সংবাদ সম্মেলনে জানান,সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। আটককৃতরা অত্র এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। দাবীতে আরও জানান তাদের আটককের মাধ্যমে অস্ত্র অভিযানের ক্ষেত্রে"তৎপর' নীতি অব্যাহত থাকবে। এই ধরনের অপারেশনের মাধ্যমে র্যাব-৫, রাজশাহী এর ভূমিকা সর্বমহলে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে বলেও জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy