র্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিল ও কেজি গাঁজাসহ আটক-২
নিরেন দাস,সূর্যোদয় প্রতিনিধিঃ-
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (১৭ জুলাই) সকালে নওগাঁর বদলগাছী উপজেলার জালালপুর থেকে ৩ কেজি গাঁজাসহ আশরাফুল ইসলাম (৩৩) ও সন্ধায় জয়পুরহাট সদর উপজেলা পুরাণাপৈল ইউনিয়নের রেলগেট সংলগ্ন থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ সুরত আলী (৪২) কে হাতেনাতে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
আটককৃত হলেন,নওগাঁর ধামইরহাট উপজেলার মরড়ো (রাজাপাড়া) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেকটা (মধ্যপাড়া) এলাকার মৃত মফিজ মন্ডলের ছেলে সুরত আলী।
আটককের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাই যে।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহ্-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে শনিবার সকালে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জালালপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয় এবং একই তারিখে সন্ধায় জয়পুরহাট জেলার সদর উপজেলার পুরাণাপৈল ইউপির রেলগেট সংলগ্নে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুরত আলীকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৫ আরও জানাই আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করে যে,তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহ্-ফি-তাহমিন তৌকির জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন,
বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের আটকসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তিনি আরও জানান প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮-ইং হইতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত র্যাবের এই মাদক বিরোধী অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..