র্যাবের পৃথক পৃথক অভিযানে এক ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৯ জন জুয়াড়ি আটক
নিরেন দাস,জয়পুরহাট জেলা,প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী একজন এবং জুয়া খেলার আসর থেকে ৯ জন জুয়াড়িসহ মোট ১০ জনকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
বুধবার (৪ আগস্ট) সন্ধার আগে প্রথমে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নং-৭৩/১৮ (মহাঃ)/১৮৭/১৮(সাপাঃ)/২৯৫/১৪ এবং মামলা অনুযায়ী অভিযুক্তদের দ্বারা অপব্যবহার করা মোট অর্থ-৮৬,০০,০০০/- টাকার বর্ণিত মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আশরাফুল ইসলাম (৩২) কে আটক করে। আটককৃত আসামী বানিয়াপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে।
পরে গোপন সংবাদের ভিক্তিতে রাত ৯ টায় সদর উপজেলার মাইক্রো স্ট্যান্ডে জুয়া খেলার আসরে আর একটি অভিযান চালিয়ে উপজেলার আদর্শপাড়া এলাকার মৃত আঃ হামিদের ছেলে জুয়েল রানা (৩৫), তালকুড় এলাকার মৃত কাশেম শেখের ছেলে আশরাফুল ইসলাম (৩০),তেঘরবিশা এলাকার আঃ জব্বারের ছেলে আরিফুর রহমান রনি (৩৫),বামনপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মনোয়ার হোসেন (৩৩),বুলুপাড়া এলাকার মৃত সোলেমান মণ্ডলের ছেলে শাহীন হোসেন (৩৭), হানাইল এলাকার খাজাউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৬), একই এলাকার মৃত মঞ্জিল ইসলামের ছেলে রানা ইসলাম (২৫),হারাইল এলাকার মনসুর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৭) ও পুরনাপৈল এলাকার মৃত নসির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) কে হাতেনাতে আটক করে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
পরবর্তীতে আটককৃত ওয়ারেন্টভুক্ত আসামীকে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর এবং ৯ জন জুয়াড়িকে প্রকাশ্য জুয়া খেলার আইন-১৯৬৭ অনুসারে মামলা দায়ের করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান,র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব-৫, রাজশাহী তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবোর্চ্চ সতর্কতার সাথে গোয়েন্দা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধীদের আটক করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মকভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক একজন আসামী ও ৯ জন জুয়াড়িসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..