নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর বিশেষ অভিযান পরিচালনায় ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতি মামলার এজাহার নামীয় পলাতক আসামী জুয়েল ওরফে জোষ্টি(২৮) নামে কুখ্যাত এক ডাকাতকে আটক করেছে।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কোমরগ্রাম (হিচমী) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত কুখ্যাত ডাকাত জুয়েল ওরফে জোষ্টি সদর উপজেলার কোমরগ্রাম(মৌলভীপাড়া)গ্রামের এরশাদুল বারী’র ছেলে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। জয়পুরহাট সদর থানার মামলা নং-৩৯/৩৯৬, তারিখ ১৭ জুলাই ২০২১, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ মূলে বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামী কুখ্যাত ডাকাত জুয়েল ওরফে জোষ্টি’ কে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
পরবর্তীতে আটককৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়। উল্লেখ্য এই যে আটকের পর থানায় হস্তান্তরের পরে আরো জানা যায় আটককৃত উক্ত আসামী সে এলাকার একজন কুখ্যাত ডাকাত এবং তার বিরুদ্ধে ডাকাতির অভিযুক্তের কারণে ২ টি মামলা রয়েছে।
Leave a Reply