নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীদের আটক করেছে।
শুক্রবার রাতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,গনেশপুর গ্রামের আবু কালামের ছেলে সুমন হোসেন (১৮),মোস্তাফিজ রহমানের ছেলে
রুমেল হোসেন (২৪),আনোয়ার হোসেনের ছেলে জসিম উদ্দিন (২২),মৃত শফিকুল ইসলামের ছেলে সাজু ইসলাম (২৬),খাসবাট্টা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম বিল্লা (২৩),উত্তর গোপালপুর (আটাপাড়া) গ্রামের বিল্লাল হোসেনের ছেলে গোলাম রব্বানী (২১),চেচড়া মোড়ের হাট(ডারাপাড়) গ্রামের লুৎফর রহমানের ছেলে সুবহান আলী (২২),
জয়পুরহাট সদর উপজেলার চকগোপাল(ক্যাডেট কলেজ মোড়) এলাকার মৃত আজগর আলী মন্ডলের ছেলে এনামুল হক (৫১),লালদহ গ্রামের দুলু মিয়ার ছেলে রাব্বি হাসান (২২),বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের ফারুক চৌধুরীর ছেলে তানজিল (২৩),এবং ঢাকার উত্তরা উপজেলার পশ্চিম, ডিএমপি হাউজ নং-১৩,রোড-১৮,১৩ নং সেক্টর এলাকার মৃত আব্দুল আজিজ ছেলে তানভীর আহমেদ(৪৩),কে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।