র্যাব-৫ এর অভিযানে অস্ত্র গুলি উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আটক
নিরেন দাস,সূর্যোদয় প্রতিনিধিঃ-
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন অভিযান চালিয়ে অস্ত্র গুলি উদ্ধারসহ ফজলু খাঁ (৩৫) নামে এক একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
মঙ্গলবার(২৯ জুন) রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তকিপুর পালপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন,রাজশাহীর বেলপুকুর উপজেলার ভড়য়াপাড়া এলাকার মৃত তাহের খাঁ'র ছেলে ফজলু খাঁ।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ২৯ জুন ২০২১ তারিখ ১৮.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তকিপুর পালপাড়াস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে ১টি লোহার তৈরী পিস্তল, ২টি পাইপগান,১ টি ম্যাগাজিন,৩ রাউন্ড গুলি, ১টি মোবাইল,২ টি সীমকার্ড,১টি মেমোরি কার্ডসহ অস্ত্র ব্যবসায়ী ফজলু খাঁ কে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আটককৃত আসামী ফজলু খাঁ'র বিরুদ্ধে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।