প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২১, ৯:২৩ পি.এম
র্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
র্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল,১ টি ওয়ান শুটারগান, ১ টি ম্যাগাজিন,১ রাউন্ড গুলিসহ রাজীব মিয়া (২৮ ) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
বুধবার (০৪ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর শাহমখদুম উপজেলার ভাটারমোড়ে বিমান চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী রাজীব মিয়া শেরপুর জেলা সদর উপজেলার শেখহাটি এলাকার মোক্তার আলীর ছেলে।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম উপজেলার ভাটারমোড়ে বিমান চত্বর এলাকায় একজন জন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তের পর ক্যাম্পের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে শাহমখদুম উপজেলার ভাটারমোড়ে বিমান চত্বরের সামনে পৌঁছাইলে র্যাবের উপস্থিতি দেখে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ভাটারমোড়ে বিমান চত্বরের উত্তর পার্শ্বের রাস্তার ফুটপাতের উপর থেকে অস্ত্র ব্যবসায়ী রাজীব মিয়াকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদস্যরা।
পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে রাজাশাহী মহানগরীর শাহমখদুম থানায় ১৮৭৮ এর ১৯ অ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy