নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ্-ফি-তাহমিন তৌকির,(ই) বিএন এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ১৫ নভেম্বর ২০২১ ইং তারিখ ২১:০০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর রেজিষ্ট্রি অফিস থেকে জয়পুরহাট গামী পাকা রাস্তার উত্তর পাশে খঞ্জনপুর ঝাউবাড়ী জনৈক জয়তু এর আমের বাগানের ভিতর হতে মাদকসেবী ইব্রাহিম মন্ডল (নব্য মুসলিম) (২৬),পিতা-মৃত লক্ষণ রবিদাস, খোকা মন্ডল (৩৮), পিতা-ফুল মিয়া মন্ডল, উভয় সাং-আয়মা রসুলপুর চকপাড়া, থানা-পাঁচবিবি, সাজ্জাদুল ইসলাম (৫৫), পিতা-মৃত মোখলেছুর রহমান, সাং-শান্তিনগর (পৌরসভার ৪ নং ওয়ার্ড), হেলাল হোসেন (৪২), পিতা-মৃত সোলায়মান আলী, সাং-খঞ্জনপুর (ঝাউবাড়ী), আব্বাস আলী (২৯), পিতা-মোঃ আজাহার আলী মন্ডল, সাং-দক্ষিণ খাসপাহনন্দা, আজাদ আলী (২৮), পিতা-মোঃ আঃ জলিল, সাং-উত্তর খাসপাহনন্দা,শিলিপ মাড্ডী (৪৪), পিতা-লক্ষী রাম মাড্ডী, সাং-সুন্দরপুর, সর্ব থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটদেরকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।