রাশিদ আহমেদ গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বাস টার্মিনালে দেখা যায় টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ সারি।দেশে প্রতিদিনই করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে হু হু করে। কিন্তু কোনো কিছুইতে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছিল না সাধারণ মানুষকে। পরিস্থিতির সামাল দিতে তাই হঠাৎ করেই আসে লকডাউনের ঘোষণা।
আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এই কড়াকড়ি। গতকাল শনিবার (৩ এপ্রিল)ঘোষণা আসার পরই কঠোর লকডাউন এড়াতে ও কর্মহীন হয়ে আটকা পড়ার ভয়ে চট্টগ্রাম নগর ছাড়ছেন অনেকেই।
বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে দেখা যায়, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকবে বলে গতকাল বিকেলের পর নগরের বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড়।
টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ সারি। রাত পর্যন্ত ছিল একই অবস্থা। রোববার (৪ এপ্রিল) সকাল থেকেও টার্মিনালগুলোতে একই অবস্থা। বন্দর নগর ছেড়ে যাওয়া মানুষের ঢল নামে লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনেও। তবে আসনের অর্ধেক টিকিট দেওয়া হচ্ছে ট্রেনে।
বন্ধ রয়েছে স্ট্যান্ডিং টিকিটও। তাই রেল স্টেশনে যাত্রী বাড়লেও অনেককে বিকল্প ব্যবস্থার খোঁজে ফিরে যেতে দেখা যায়।
এদিকে বাস টার্মিনাল, লঞ্চ ও ট্রেন স্টেশনে ভিড় আর গণপরিবহনের ঠাসা অবস্থা থেকে করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..