জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে কৃষককে গাছের সাথে বেঁধে মারধর করার মামলায় ইউপি সদস্যসহ (মেম্বার) দুইজনের জামিন না মঞ্জুর করেছে আদালত। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই সময় মামলার প্রধান আসামি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তার জামিন আবেদন মঞ্জুর করে আদালত।
এসময় চররমনী মোহন ইউনিয়নের ২য় আসামী ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. স্বপন ও ৩য় আসামী মো. সোহাগ আত্মসমর্পন করেন।আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।
আদালত সূত্রে জানা গেছে, ২৩ আগষ্ট রাতে ঘরে ফেরার পথে কৃষক আমির হোসেনকে চুরির অপবাদ দিয়ে ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের নির্দেশে প্রতিবেশী সোহাগ, জুলহাস, আরিফ হোসেনসহ আসামিরা আমিরকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
একপর্যায়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য স্বপনকে খবর দেয় তারা।পরে তাদের উপস্থিতিতেও মারধর করা হলে জ্ঞান হারিয়ে ফেলে কৃষক আমির। পরে স্বপন মেম্বারের বাড়িতে নিয়ে সালিশ বৈঠক করে অলিখিত কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।এঘটনায় আহত আমির ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য এ মামলায় পূর্বে গ্রেফতারকৃত তিনজন আসামীও জামিনে আছেন।আর অন্য দুইজন পলাতক রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy