প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২০, ১:২৪ এ.এম
লক্ষীপুরে পাঁচ ডায়াগনস্টিক সেন্টার ও সাত হাসপাতাল বন্ধ

জিহাদ হোসাইন,লক্ষীপুর:
গোটা দেশ সাহেদ কাণ্ডে হতভম্ব।প্রতারক সাহেদের কছে গোটা দেশ যেনো জিম্মি হয়েছিল।
অসহায় হয়ে পড়েছিল প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।অবশেষ সাহেদ কাণ্ড'কে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবার নড়েচড়ে বসেছে। একের পর এক দুর্নীতি যেনো গোটা দেশকে গ্রাস করে ফেলেছে।
এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলায় টানা দুই দিন যাবত গত সোমবার(২৪ আগস্ট) ও মঙ্গলবার(২৫ আগস্ট)রামগন্জ ও রায়পুরে স্বাস্থ্য বিভাগ বিশেষ অভিযান চালিয়ে নানান অনিয়ম জনিত কারণে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও ৭টি প্রাইভেট হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফারের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।
বন্ধ হয়ে যাওয়া রামগঞ্জে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার হল- রামগঞ্জ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, রামগঞ্জ পৌঁরশহরের বাইপাস সড়কের ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, মানিক এক্সরে এন্ড প্যাথলজি সেন্টার, সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও মর্ডান ডায়াগনস্টিক সেন্টার।এর মধ্যে বন্ধ হয়ে যাওয়া রায়পুর উপজেলার হাসপাতালগুলো হল- মর্ডান হাসপাতাল, মেঘনা হাসপাতাল, মেহেরুন্নেসা হাসপাতাল, জনসেবা হাসপাতাল, ম্যাক্স কেয়ার হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল এবং নিরাময় হাসপাতাল।
হাসপাতালে ও ডায়াগনস্টিক সেন্টারের রেজিস্ট্রি নবায়ন না থাকা ও নার্সদের প্রশিক্ষণের প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম থাকায় মৌখিকভাবে হাসপাতালগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযানের সময় আলাদাভাবে রামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গুনময় পোদ্দার ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
অভিযানের সময় এই দুই উপজেলার পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারও সাতটি প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
লক্ষ্মীপুর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান তুহিন বলেন, সকল নিয়ম মেন স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইনে কাগজপত্র ও নিবদ্ধন ফি জমা দেওয়া হয়েছে।মাতৃছায়া হাসপাতাল কাগজপত্র হাতে পেয়েছে।নানান কারণে কাগজপত্র পেতে দেরি হচ্ছে।হাসপাতালের কাগজপত্র নবায়ন না করায় রায়পুরের ৭টি হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে।রায়পুরে টোটাল দুটি বেসরকারি হাসপাতালের কাগজপত্র হাতে পেয়েছে।এগুলো হল- মাতৃছায়া হাসপাতাল ও জনসেবা হাসপাতাল।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার মুঠোফোন জানান,রায়পুরে ৭টি হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে
সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার জন্যে মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়েছে।প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করার কোনো উদ্দেশ্য মোবাইল কোর্ট বসানো হয়নি।অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ মেশেনারি,কাগজপত্র না থাকায় থাকায় হাসপাতালগুলোকে বন্ধ রাখার জন্য বলা হয়েছে।একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে কাগজপত্রসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy