জিহাদ হোসাইন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে পুকুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।গত ১৪ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।
নিহতরা হলেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের গণি হেড মাস্টারের বাড়ির শাহজাহানের কন্যা সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের কন্যা সুমি আক্তার (৪)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
স্বজনরা জানান, নিহত দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পানিতে পড়ে যান। পরে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে প্রতিবেশিরা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,ওই দুই শিশুকে হাসপাতালে আনার পূর্বেই মারা যায়।
Leave a Reply