প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২০, ১২:৪৪ এ.এম
লক্ষীপুরে শীর্ষ মাদক ব্যাবসায়ী রায়হান গ্রেফতার
জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা ব্যবসায়ী রায়হান কবির ভুইঁয়া(৩০) ২২০ পিছ ইয়াবা বিক্রি করার সময় পুলিশের হাতেনাতে ধরা পড়েছে।সে পৌর ৬নং ওয়ার্ডের বকশী বাড়ীর আবদুল মতিন ড্রাইভারের ছেলে এবং ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বাসস্ট্যান্ড সংলগ্ন মুন্সী বাড়ীর(জালিয়া বাড়ী) সুপারীর বাগান থেকে তাকে আটক করে রায়পুর থানার এসআই নুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়হান কবির দলীয় পরিচয় ব্যবহার করে গোপনে ইয়াবার ব্যবসায় করে আসছিল। ইয়াবা ব্যাবসায়ী রায়হান স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের সাথে নিয়ে গ্রেফতারের আগেরদিনও ঢাকায় আসা যাওয়া করেছেন।রায়হান দীর্ঘদিন যাবত গোপনে সমাজের গ্রহনযোগ্য লোকজনের সাথে মাদক সেবন ও ব্যবসায় নিয়োজিত ছিল। দীর্ঘদিন যাবত রাজনৈতিক পরিচয়ের আড়ালে ব্যবসা করে আসলেও পুলিশ তাকে কিছুতেই ধরতে পারছিল না। তার এক বড় ভাই রায়পুরে দীর্ঘদিন ধরে পৌর ছাত্রলীগের শীর্ষ নেতা থাকার সময় ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠলে আত্মগোপনে বিদেশ চলে যায়।পরবর্তীতে বড় ভাইয়ের জায়গায় রায়হান নিজেই মাদক ব্যাবসায় জড়িয়ে পড়ে রায়হান।
বৃহস্পতিবার(১০ আগস্ট) বিকালে বিপুল পরিমান ইয়াবা বিক্রি খবর পেয়ে ওৎ পেতে এসআই নুরুল ইসলাম তাকে আটক করতে সক্ষম হন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, ২২০ পিছ ইয়াবা সহ রায়হানকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত ২৯ আগস্ট রায়পুর উপজেলাধীন রাখালিয়া গ্রামে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে আপন জন্মদাতা মা খুন হয়েছিল।বিষয়টি গুরুত্ব দিয়ে রায়পুর থনার ওসি আবদুল জলিলের নেতৃত্বে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy