লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে তাকে চরলক্ষ্মী গ্রামের বাড়ী থেকে গ্রেপ্তার করে বুধবার (৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মোঃ কামাল হোসেন দক্ষিন চরবংশী ইউপির চরলক্ষ্মী গ্রামের দিনমজুর মোঃ মুকবুল হোসেনের ছেলে। পুলিশ জানান, ২০০৯ সালের মার্চ মাসে চরলক্ষ্মী গ্রামের প্রবাসী আবুল কালামের বাড়ীতে সিঁধ কেটে স্বর্ণালংকারসহ দুই লক্ষ টাকার মালামাল চুরি করে একই এলাকার চিহ্নিত চোর মোঃ কামাল। এঘটনায় প্রবাসী বাদি হয়ে কামালসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে থানায় মামলা করেন,(যার মামলা নং২৪৭/০৯)। কামাল আদালতে হাজির না হয়ে পলাতক থাকে। কামালের অনুপুস্থিতিতে দীর্ঘ শুনানীর পর সাক্ষ্য-প্রমান শেষে চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন ম্যাজিষ্ট্রেট আদালত। মঙ্গলবার রাতে এএসআই মোরশেদ গোপন সংবাদ পেয়ে ফোর্স নিয়ে দণ্ডপ্রাপ্ত চোর কামালকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত পলাতক কামালকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy